ভারতের লোকসভায় হইচই, শীতকালীন প্রথম দিনের অধিবেশন মুলতবি
হইচইয়ের মধ্য দিয়ে পন্ড হয়ে গেছে ভারতের লোকসভার শীতকালীন প্রথম দিনের অধিবেশন। সোমবার (১ ডিসেম্বর) প্রথম দিনেই কংগ্রেস নেতাদের তীব্র মন্তব্য-পাল্টা মন্তব্যে অধিবেশন মুলতবি করা হয়।
গতকাল রোববারের এক সর্বদলীয় বৈঠকে বৈঠকেই বিরোধী নেতারা জানিয়েছিলেন, বিহারে ভোটচুরি, দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে নির্বাচন কমিশনের ‘যথেচ্ছাচার’, দিল্লির বায়ুদূষণ, দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁরা আলোচনা করবেন।
তবে, সরকার পক্ষ সংবিধান স্বীকৃত সংস্থার অধিকার-সংবলিত বিষয় নিয়ে আলোচনা করতে রাজি হয়নি। এই বিরোধের কারনেই লোকসভার অধিবেশনে স্বাভাবিক কাজ হয়নি। দফায় দফায় সভা বসলেও বিরোধীপক্ষের স্লোগান ও সরকারপক্ষের অনমনীয়তার কারনে অধিবেশন মুলতবি হয়ে যায়।
এসএইচ//