আবহাওয়া

তীব্র শীতে কাপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তেঁতুলিয়াসহ পুরো জেলায় শীতের অনুভূতি স্পষ্টভাবে বেড়ে গেছে। টানা কয়েকদিন ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামার পর আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে—যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন।

বাতাসে আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ, যা শীতের প্রভাবকে আরও বাড়িয়ে তোলে। সকাল ৭টা পর্যন্ত পুরো উপজেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। দৃশ্যমানতা কমে যাওয়ায় তেঁতুলিয়া–পঞ্চগড় সড়কসহ বিভিন্ন রাস্তায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

এর আগের দিন সোমবার (১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ থেকে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যদিও দিনে রোদ দেখা মিলছে, তবে ভোর ও সকালের ঠান্ডা বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে।

চাকলাহাট এলাকার অটোচালক ফারুক জানান, “ভোরে রাস্তায় নামলে হাত-পা জমে আসে। কুয়াশায় সামনে কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে আস্তে চালাতে হয়। শীতের কারণে যাত্রীও কম, আয়ও কমে গেছে।”

 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। গেল কয়েকদিন ১৩ ডিগ্রিতে ছিল তাপমাত্রা। আজ তা নেমেছে ১১ দশমিক ৭ ডিগ্রিতে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এভাবে তাপমাত্রা কমতে থাকলে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।”

এ সম্পর্কিত আরও পড়ুন