জাতীয়

আবারও পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার নির্ধারিত সময় আবারও পিছিয়ে গেছে। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দেরি হওয়া এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার যাত্রা তৃতীয়বারের মতো স্থগিত করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স এলে যে কোনো দিনই উনাকে নেওয়া হবে।”

বিএনপির একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিন ধরে একই অবস্থায় রয়েছে। ফ্লাই করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি না—সে বিষয়টি চিকিৎসক দল সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে এয়ার অ্যাম্বুলেন্সের সময় পরিবর্তনও সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, কাতারের ব্যবস্থাপনায় নতুন যে এয়ার অ্যাম্বুলেন্স আনার কথা ছিল, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণ করার কথা থাকলেও পরে সময় পিছিয়ে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। প্রাথমিক সূচি অনুযায়ী ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার পরিকল্পনা আছে।

উল্লেখ্য, কাতারের আমিরের উদ্যোগে আনা এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সকালে তাঁকে লন্ডন নেওয়ার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে যাত্রা বাতিল হয়। 

এরপর বিএনপি জানিয়েছিল, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এবং শারীরিক অবস্থা অনুকূলে থাকলে রোববার উড়োজাহাজে তোলা হতে পারে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিমান কবে ছাড়বে, তা সম্পূর্ণই নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন