তিন দফা দাবিতে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, বিপাকে পথচারীরা
রাজধানীর আগারগাঁওয়ে তিন দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেগম রোকেয়া অ্যাভিনিউয়ের আগারগাঁও মোড়ে অবস্থান নিয়ে তারা সড়ক বন্ধ করে দিয়েছেন।
ব্যবসায়ীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) নীতি পুনর্বিবেচনার দাবিসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রেখেছেন। পাশাপাশি আগারগাঁওয়ের বিটিআরসি ভবন ঘেরাও করা হয়েছে।
সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং পথচারীরা চরম বিপাকে পড়েছেন।
বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির (এমবিসিবি) সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস জানিয়েছেন, চলতি এনইআইআর নীতিমালা কার্যকর হলে লাখো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বেন।
ব্যবসায়ীদের দাবি, নতুন নিয়ম কেবলমাত্র একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেবে এবং করের বোঝা বাড়িয়ে গ্রাহকদের জন্য মোবাইল ফোনের দাম বৃদ্ধি করবে।
মোবাইল ব্যবসায়ীদের তিন দফা দাবি হলো-
সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা;
মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা;
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) নীতি পুনর্বিবেচনা করা।
এমএ//