আন্তর্জাতিক

পারস্য উপসাগরে বিদেশি ট্যাংকার জব্দ করলো ইরান

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের কেশম দ্বীপের কাছে ইরান একটি বিদেশি তেল ট্যাংকার জব্দ করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাজটিতে ৪০ লাখ লিটার চোরাচালানকৃত জ্বালানি ছিল।

ইরানি কর্তৃপক্ষ জাহাজের নাম বা এর জাতীয়তা প্রকাশ করেনি। তবে ১৬ জন বিদেশি ক্রু সদস্যকে ফৌজদারি অভিযোগে আটক করা হয়েছে। এছাড়া জব্দকৃত ট্যাংকারের ভিডিও ও ছবি প্রকাশ করেছ ইরানি সংবাদমাধ্যম।

গত সপ্তাহেও ওমান উপসাগরে ৬০ লাখ লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছিল ইরান ।

প্রসঙ্গত, ইরানের জ্বালানির দাম বিশ্বের মধ্যে সবচেয়ে কম হওয়ায় প্রতিবেশী দেশগুলোতে স্থল ও সমুদ্রপথে তেলের ব্যাপক পাচার হয়ে থাকে। দেশটি এই পাচার রোধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন