আইন-বিচার

পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। একই রাতে তাকে বিদায় সংবর্ধনাও দেওয়া হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে মো. আসাদুজ্জামান তার পদত্যাগপত্র কার্যালয়ে জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। রোববার সকালে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।

এর আগে গেল ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে মো. আসাদুজ্জামান জানান, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনীয় সময় এলে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে নির্বাচন করবেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন