পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দানবাক্স মিলেছে ৩৫ বস্তা টাকা। টানা ১৩ ঘণ্টা গণনা শেষে পাওয়া যায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মসজিদ পরিচালনা কমিটি জানায়, গণনায় অংশ নেন পাঁচ শতাধিক কর্মী। এর মধ্যে ছিলেন মসজিদের কর্মচারী, মাদ্রাসার ছাত্র, ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক। কঠোর নিরাপত্তার মধ্যে চলে গণনার কাজ। তদারকি করেন জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় নিরাপত্তায় ছিলেন সেনা, পুলিশ, র্যাব ও আনসার সদস্য। নগদ টাকার পাশাপাশি দানবাক্সে সোনা ও রূপার অলঙ্কার এবং বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
প্রতি তিন মাস পর পর পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়। এর আগে গত ৩০ আগস্ট দানবাক্স খুলে পাওয়া যায় ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্সে পাওয়া যায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা।
আই/এ