জাতীয়

হাদি হত্যার প্রধান অভিযুক্তদের বিদেশে পালানোর কথা স্বীকার করল পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের তথ্য অনুযায়ী, হত্যার পর তিনি সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার অগ্রগতি তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম। 

তিনি জানান, এ হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত এবং ফয়সালের সঙ্গে আরও একজন ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে দেশত্যাগ করেছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট জমা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও র‍্যাবসহ সব নিরাপত্তা সংস্থাকে একযোগে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও কৌশলগত কারণে সব তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন