আন্তর্জাতিক

বছরের শেষ দিনেও ভূমিকম্পে কাঁপল জাপান

ছবি: সংগৃহীত

বছরের শেষ দিনেও ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দেশটির উপকূলের বাইরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে দেশটির বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলের কাছে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার।

জাপানের আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, উৎপত্তিস্থল সমুদ্র উপকূলের কাছাকাছি হলেও এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।

প্রসঙ্গত, ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন