আন্তর্জাতিক

অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে আন্দোলনে ইরানে প্রাণহানি

ছবি: সংগৃহীত

জীবনযাত্রার বাড়তি খরচ ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে ইরানে বিক্ষোভে একজন মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দাঙ্গাকারীরা তাকে হত্যা করে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এই তথ্য জানিয়েছে।

লোরেস্তান প্রদেশের উপগভর্নর সাঈদ পুরআলির গণমাধ্যমকে জানিয়েছে, নিহত ব্যক্তি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজের কৌহদাশত শহরের সদস্য ছিলেন। তিনি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিলেন।

গেল রোববার রাজধানী তেহরানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভটি শুরু হয়েছিলো। দোকানীরা সেদিন ধর্মঘট ডাক দেন। এরপর তা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দেন।

 

 এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন