রাজনীতি

মাহমুদুর রহমান মান্নাসহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (০২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ মনোনয়নপত্রের সঙ্গে সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত হলফনামা সঠিকভাবে দাখিল করেননি। প্রয়োজনীয় ফরমের ঘাটতি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

অন্যদিকে মাহমুদুর রহমান মান্নার জমা দেওয়া হলফনামায় তথ্যগত অসামঞ্জস্য পাওয়া গেছে। এ কারণে নির্বাচন বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনি আইন অনুযায়ী, হলফনামায় তথ্যের গরমিল বা আবশ্যিক কাগজপত্র অসম্পূর্ণ থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিলের বিধান রয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তারা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন