দেশজুড়ে

কুমিল্লা-৪ আসনে হাসনাতের প্রার্থিতা বহাল, বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে শুনানি শেষে ইসি এই সিদ্ধান্ত জানায়।

জানা গেছে, ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন কেন বাতিল করা হবে না—এ মর্মে আপিল করেছিলেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেই আপিলের শুনানি শেষে কমিশন বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করে ইসি।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী। মঞ্জুরুল আহসান মুন্সি বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন