জাতীয়

সারাদেশে অনির্ষ্টিকাল দোকান বন্ধ রাখার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

ফাইল ছব

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল ব্যবসাসংক্রান্ত সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা গণমাধ্যমকে এ তথ্য জানিয়ছেন

তিনি জানান, মোবাইল ব্যবসায়ীদের প্রধান দাবি হলো মোবাইল আমদানির ক্ষেত্রে বিটিআরসি নির্ধারিত বিভিন্ন ধরনের এনওসি (মাদার কোম্পানি এনওসি, লোকাল এনওসি ও ইন্ডাস্ট্রিয়াল এনওসি) সহজীকরণ করা এবং করহার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা। একইসঙ্গে মোবাইল আমদানিতে মোট করহার সর্বোচ্চ ১০ শতাংশ হওয়া উচিত। পাশাপাশি ব্যবহৃত মোবাইল ফোন আমদানির জন্য আলাদা নীতিমালা প্রণয়নের দাবিও তাদের রয়েছে। 

শামিম মোল্লা বলেন, এসব দাবি নিয়ে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বিটিআরসি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আলোচনায় ছয় মাস সময় চাওয়া হলেও একপর্যায়ে তিন মাসের সময় দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়ওই সময়ের মধ্যে বিদ্যমান স্টক বিক্রির সুযোগ দেয়ার কথা বলা হয়েছিল এবং পরবর্তীতে এনইআইআর কার্যকর করার আশ্বাস ছিল।

তিনি আরও বলেন, এনইআইআর চালু হওয়ার পর অনেক গ্রাহকের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে ব্যবসায়ীরা বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে সরাসরি আলোচনার চেষ্টা করলেও বৈঠক না হওয়ায় তারা বিকেলে সেখান থেকে বের হয়ে যান। এ সময় বিটিআরসি ভবনের পূর্ব পাশ থেকে একদল লোক এসে ভাঙচুর শুরু করে। এসময় তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও পরে  নিরাপত্তার কারণে ব্যবসায়ীরা এলাকা ত্যাগ করেন।

বিটিআরসি ভবন ভাংচুরের ঘটনায় আটক ব্যবসায়ীদের মুক্তি ও মামলা বাতিলের দাবিও জানান তিনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন