জাতীয়

নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহল থেকে কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপর দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার (৩ জানুয়ারি) মুন্সীগঞ্জে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ প্রক্রিয়াকে ঘিরে বিদেশি কোনো হস্তক্ষেপ বা চাপের বিষয় নেই।

তিনি বলেন, বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক বজায় রাখবে, তা পারস্পরিক সিদ্ধান্তের বিষয়।

এ সময় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাড়াহুড়া করে বিচার সম্পন্ন করা সম্ভব নয়। তবে আসামিদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা কোথায় আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে যেতে পারে। নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।

এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে নিহত তিন শহীদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তৌহিদ হোসেন। সভায় জেলার প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন