বিনোদন

রাফাহ সীমান্ত পরিদর্শন করলেন অ্যাঞ্জেলিনা জোলি

ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী ও ইউএনএইচসিআর-এর সাবেক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি মানবাধিকার সংস্থাগুলোর পক্ষে মিসরের রাফাহ সীমান্ত পরিদর্শন করেছেন।

শুক্রবার (০২ জানুয়ারি) গাজায় ৩০টির বেশি সংগঠন বন্ধের ঘোষণার পর তিনি স্থানীয় ত্রাণকর্মীদের সঙ্গে দেখা করেন। এসময় জরুরি সহায়তা পৌঁছানোর পথ সহজ করার প্রয়োজনীয়তা অনুভব করেন।

জোলি বলেছেন, শীতবস্ত্র ও চিকিৎসা সামগ্রী দ্রুত পাঠাতে হবে, প্রতিদিনের বিলম্ব মানুষের জীবন কেড়ে নিচ্ছে। যুদ্ধবিরতি বজায় রাখা ও নিরাপদ সহায়তা প্রবেশ নিশ্চিত করা জরুরি।

প্রসঙ্গত, ইসরাইল শর্তপূরণ না করলে গাজার প্রায় ৩০টি আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে।

শর্ত অনুযায়ী, সংস্থাগুলোর কর্মীদের ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে। এতে কর্মীদের নিরাপত্তার বিঘ্নিত হতে পারে।

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন