দেশজুড়ে

নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিখোঁজের প্রায় ৪৩ ঘণ্টা পর এক স্কুলছাত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম আয়েশা মনি (১১)। সে সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। আয়েশা ওই গ্রামের বাবুল প্যাদার মেয়ে। তার মা দীর্ঘ ১০ বছর ধরে প্রবাসে রয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে আয়েশা মনির নিজ বাড়ির রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায় ,  গত ২ জানুয়ারি আয়েশা নিখোঁজ হয়। পরদিন ৩ জানুয়ারি তার বাবা রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পর থেকে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

আজ দুপুরে পুলিশের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় রান্নাঘরের পাশে একটি বস্তা দেখতে পান নিহত আয়েশার মামা। বস্তাটি খুলে ভেতরে আয়েশার মরদেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহত শিশুটির পরিবারে শোকের মাতম চলছে। শোকাহত অবস্থায় থাকায় আয়েশার বাবার কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেশীরাও এ বিষয়ে কথা বলতে অনিহা প্রকাশ করেন।

ওসি মো. সেরাজুল ইসলাম বলেন, “শুক্রবার বিকেল থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। জিডির পর পুলিশ তদন্ত শুরু করে। যেহেতু মেয়েটি শিশু, তাই নিজে থেকে কোথাও চলে যাওয়ার সম্ভাবনা কমএই বিষয়টি মাথায় রেখে বাড়ির আশপাশে তল্লাশি করা হয়। একপর্যায়ে রান্নাঘরের পাশে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন