রাজধানী

নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় আটক ৫

রাজধানীর গুলশানের নর্দা এলাকায় এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢালার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে ভুক্তভোগী নারীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাকে খুজে বের করার চেষ্টা করছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি বলেন,  ওই নারীকে চোর সন্দেহে মাদ্রাসা কর্তৃপক্ষ ও কিছু স্থানীয় লোকজন গাছে বেঁধে পানি ঢেলে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটনার পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এসি আলী আহমেদ মাসুদ বলেন,এ ঘটনায় আটক ব্যক্তিদের ভিডিও ফুটেজে দেখা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই নারীকে খুঁজে পাওয়া গেলো ঘটনার প্রকৃত রহস্য বের হবে।

তিনি বলেন, আটককৃতরা পুলিশকে জানিয়েছেন, দুই দিন আগে নর্দা এলাকার একটি স্থানীয় মাদ্রাসা থেকে চুরির চেষ্টা করার সময় ওই নারীকে তারা আটক করেন। ওই নারী মাদ্রাসায় ঢুকে ছাত্রদের পাঞ্জাবির পকেট তল্লাশি করছিলো বলে আটককৃতরা জানিয়েছে।

জিজ্ঞাসাবাদে ওই নারী তখন জানিয়েছিলেন, তিনি তার মেয়েকে ভর্তি করাতে সেখানে গিয়েছিলেন। মাদ্রাসাটি শুধু ছেলেদের জন্য জানানো হলে তিনি কথা বদলে বলেন, ছেলেকে ভর্তি করাতে এসেছিলেন।

আটক ৫ জনের নাম পরিচয় এখনও পুলিশ জানায়নি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন