আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বেশি সংক্রমিত এলাকায় জনসমাগম নিষিদ্ধ, গণপরিবহনে যাত্রী অর্ধেক

করোনা বেশি সংক্রমিত এলাকায় আংশিক লকডাউনের পরাশর্ম দেয়া হয়েছে। দুয়েকদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বেশি সংক্রমিত এলাকায় জনসমাগম নিষিদ্ধ থাকবে। গণপরিবহনে যাত্রী নেয়া যাবে ধারণ ক্ষমতার অর্ধেক। ঝুঁকিপুর্ণ এলাকা আন্তঃজেলা বাস চলাচল সীমিত থাকবে, প্রয়োজনে বন্ধ থাকবে। জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত অংশ উদ্বোধনকালে ভার্চুয়ালি অংশ নিয়ে সোমবার (২৯ মার্চ) তিনি একথা বলেন।

তিনি জানান, করোন সংক্রমণ বাড়ায় সরকারের পক্ষ থেকে ১৮ দফা নিদের্শনা দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করতে হবে। হোটেল-রেস্তারায় ধারণ ক্ষমতার অর্ধেক লোক প্রবেশ করতে পারবে।

তিনি বলেন, জরুরি সেবা ছাড়া, অন্য প্রতিষ্ঠান পরিচালিত হবে অর্ধেক লোকবল দিয়ে। রাত ১০টার পর অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে না।

জাহিদ মালেক জানান, মাস্ক পরা বাধ্যতামূলক, অন্যথায় নেয়া হবে আইনি ব্যবস্থা।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন