ইরানের পরমাণু কর্মসূচি পুনর্গঠন করতে দেয়া হবে না: নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই পুনর্গঠন করতে দিবে না তার দেশ।
সোমবার (০৫ জানুয়ারি) ইসরাইলি আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি জানান।
নেতানিয়াহু জানান, আবারও ইরানকে পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেয়া হবে না। তিনি সতর্ক করেন, ইতিপূর্বে ইরানের পারমাণবিক সক্ষমতার ব্যাপক ক্ষতি হয়েছে। সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করলে কিংবা ইসরাইলের ওপর কোনো হামলা চালালে তেহরানকে অত্যন্ত ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
গেল সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহু বৈঠক করে ইরানের পরমাণু কর্মসূচি নির্মূল করতে একমত হন।
এসএইচ//