দেশজুড়ে

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন যাত্রী।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ফরেস্ট অফিসের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

নিহতদের মধ্যে মার্চেন্ট নেভী সদস্য নাফিজ আহমেদ অয়নের (২০) পরিচয় পাওয়া গেছে। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামের বাসিন্দা। অপর দুজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের ডাবল ডেকার বাসের ধাক্কা লাগে। এতে তিন যাত্রী নিহত হন এবং আরও ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির এক পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত এবং আটকেপড়া যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস জানান, রাত আনুমানিক ২টার দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে তাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার শেষে তিনজন নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক এবং বাসের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন