প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা।
কমিশন জানায়, রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের পর তারা পুনর্বিবেচনার মাধ্যমে বৈধতা ঘোষণা করেছেন।
এর আগে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ডা. তাসনিম জারা নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন।
এসি//