'যুদ্ধের জন্য প্রস্তুত ইরান'
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানকে আবারও ‘পরীক্ষা’ নিতে চায়, তাহলে তেহরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অভিযানের জবাবে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পরই এই মন্তব্য করেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাঘচি বলেন, চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের মাধ্যম খোলা রয়েছে। তবে তিনি জোর দিয়ে জানান, ইরান ‘সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত’।
তার দাবি, গেল বছরের ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি আরও বড় ও ব্যাপক।
এর আগে রোববার ট্রাম্প বলেন, ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র ‘কঠোর বিকল্প’ বিবেচনা করছে। যার মধ্যে সামরিক পদক্ষেপও রয়েছে।
তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। তবে বৈঠকের আগেই উত্তপ্ত পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক বিকল্প বেছে নেয়, তবে ইরান তার জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন সংলাপের পথ বেছে নেবে।
এদিকে, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের ঘালিবাফ বলেছেন, বর্তমান অস্থিরতায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে মার্কিন সেনাবাহিনী ও ইসরাইল ‘বৈধ লক্ষ্যবস্তু’ হয়ে উঠবে। তিনি ওয়াশিংটনকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সতর্ক করেন।
এমএ//