পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান কিনতে চায় ইন্দোনেশিয়া
বাংলাদেশসহ কয়েকটি দেশের পর এবার পাকিস্তানের তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করছে ইন্দোনেশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শাফরি শামসোউদ্দিন ইসলামাবাদে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে একটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এই চুক্তি অনুযায়ী, পাকিস্তান ইন্দোনেশিয়াকে জেএফ-১৭ যুদ্ধবিমান ও আক্রমণাত্মক ড্রোন সরবরাহ করবে। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান ও চীনের যৌথভাবে উন্নত করা বহুমুখী জেএফ-১৭ যুদ্ধবিমান। প্রস্তাবিত চুক্তিতে ৪০টির বেশি যুদ্ধবিমান অন্তর্ভুক্ত থাকতে পারে এবং ড্রোন সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে।
ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাকিস্তানের সামরিক বাহিনীও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
এসএইচ//