আন্তর্জাতিক

বাংলাদেশের সীমান্তে পাঁচটি বিমানঘাঁটি চালু করার পরিকল্পনা ভারতের

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সীমান্তবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে ভারত সরকার। ভারতের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় এসব ঘাঁটিগুলো সংস্কার করে শিলিগুড়ি করিডরবা চিকেনস নেক’-এর সুরক্ষা আরও জোরদার করা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থলসংযোগ এই সরু করিডরের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি ঝুঁকি নিতে রাজি নয়।

প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ লালমনিরহাটে বিমানঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়ায় এই পরিকল্পনা করছে ভারত।

তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, যে লালমনিরহাট বিমানঘাঁটি শুধুমাত্র নিজস্ব জাতীয় প্রয়োজনে ব্যবহৃত হবে। 

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন