বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগ চ্যানেল খোলা আছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানী নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণ, বিষয়ে উপেন্দ্র দ্বিবেদী আরো বলেন, দেখতে হবে বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো আগামী চার-পাঁচ বছরের জন্য, নাকি শুধু চার-পাঁচ মাসের জন্য।
তিনি জানান, বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে।
এসএইচ//