দেশজুড়ে

শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের গোপাল স্যার আর নেই

শহীদ স্মৃতি বিদ্যানিকেতন লাউকাঠীর সিনিয়র শিক্ষক ও এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গোপাল চন্দ্র কর্মকার (৪৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১ টা ১৫ মিনিটে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসিরা আক্তার জানান, গতকাল রাত ১০ টা নাগাদ বাসায় ফিরে গোপাল চন্দ্র কর্মকার শ্বাসকষ্ট অনুভব করেন। এসময় তাকে বাসায় থাকা অক্সিজেন দেয়া হলেও শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায়, দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে তোলার সময়ই তিনি মৃত্যুবরণ করেন।

প্রিয় শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ তার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

সাবেক শিক্ষার্থীরা জানান, গোপাল স্যার অত্যন্ত ধৈর্য্যশীল একজন শিক্ষক ছিলেন। ক্লাসের বাইরেও শিক্ষার্থীদের সাথে তার সম্পর্ক ছিল বন্ধুর মত। ক্লাসের বাইরেও কোন শিক্ষার্থী তার কাছে কোন পাঠ্যসূচির বিষয়ে জানতে চাইলে কিংবা পড়তে গেলে তিনি কখনোই বিরক্ত বোধ করতেন না।

এদিকে প্রিয় সহকর্মীর এমন আকস্মিক চলে যাওয়ায় বিদালয়ের নিয়মিত পাঠদান এবং সাংস্কৃতিক কার্যক্রমে অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র দত্ত।

আজ সকালে শিক্ষার্থী এবং সহকর্মীদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য গোপাল কর্মকারের মরদেহ বিদ্যালয় প্রাঙ্গনে নিয়ে আসা হয়। সেখানেই চোখের জল, শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে শেষ বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন