রাজনীতি

কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

সরকারবিরোধী আন্দোলনের পথে বিএনপি কখনো কৌশলের অজুহাতে গুপ্ত বা সুপ্ত অবস্থানে যায়নি—এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আন্দোলন কখনো তীব্র হয়েছে, কখনো শ্লথ হয়েছে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান সবসময় প্রকাশ্য ও দৃঢ় ছিল।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন–মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গুম ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এই সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে দেশ, পরিবার ও দলীয় নেতাকর্মীদের থেকে দূরে থাকতে হলেও দূর থেকেই তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সীমাবদ্ধতার মধ্যেও নির্যাতিত ও স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে হাজারো নেতাকর্মী গুম, নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন। দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, যার প্রভাব পড়েছে প্রায় ৬০ লাখ কর্মীর ওপর। অনেককে দীর্ঘদিন ঘরছাড়া হয়ে থাকতে হয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। এসব মামলাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, সেই ভয়াবহ সময় এখন পেছনে পড়ে গেছে এবং দেশ আবার গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে। তবে এখনও অনেক পরিবার অপেক্ষায় রয়েছে—প্রিয়জন হয়তো একদিন ফিরে আসবে।

তিনি আরও বলেন, যেসব দল অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকে, তাদের দমন করা সম্ভব নয়। ষড়যন্ত্র বা অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

গুম ও হত্যার শিকার পরিবারগুলোর প্রতি ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে এসব শহীদদের নামে সড়ক নামকরণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ত্যাগ স্মরণ রাখতে পারে।

সবশেষে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন