আন্তর্জাতিক

সিরিয়ার নাগরিকত্ব ফিরে পেলো কুর্দিরা

ছবি: সংগৃহীত

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এক আদেশ দিয়ে কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন। 

শুক্রবার (১৬ জানুয়ারি) জারি করা এই আদেশে আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

সেইসাথে কুর্দি পরিচয়কে সিরিয়ার জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির অস্থিরতা কাটাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ভিডিও বার্তায় প্রতিশ্রুতি দিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে কূর্দিদের সব অধিকার রক্ষা করা হবে।

প্রসঙ্গত, ১৯৬২ সালে হাসাকাহ প্রদেশে বিতর্কিত আদমশুমারির মাধ্যমে অনেক কূর্দি সিরিয়ান নাগরিকত্ব হারান।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন