রাজনীতি

৪৭ আসনে দু’একদিনের মধ্যেই প্রার্থী ঘোষণা: এহসানুল মাহবুব জুবায়ের

ফাঁকা থাকা ৪৭টি আসনে অচিরেই প্রার্থিতা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না আসায় যে ৪৭টি আসন ফাঁকা ছিল, সেগুলোর প্রার্থিতা আজ বা কালকের মধ্যেই চূড়ান্ত করা হবে। পাশাপাশি ১০ দলের সমন্বিত নির্বাচনি ইশতেহার নিয়েও চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি।

জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, আগামী ২২ জানুয়ারি ঢাকা থেকে ১০ দলের সমন্বিত নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে ২০২৬ সালের ১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছিলেন, ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের মধ্যে মোট ২৫৩টি আসনে আসন বণ্টনের সমঝোতা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী লড়বে ১৭৯টি আসনে।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজাম ইসলাম পার্টি ২টি আসনে নির্বাচন করবে।

তবে এর পরদিন, শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জোট ছাড়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, তারা ১১ দলের জোটে থাকছে না। এককভাবে ২৬৮টি আসনে নির্বাচন করবে। সেই সঙ্গে বাকি ৩২টি আসনে নীতি-আদর্শে মিল আছে এমন সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে বলেও জানায় দলটি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন