পেজেশকিয়ানের হুঁশিয়ারি
‘খামেনির ওপর হামলা মানেই যুদ্ধ’
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ বক্তব্যের মাধ্যমে তিনি দেশের ভেতরের অস্থিরতা ও ওয়াশিংটনের সঙ্গে তীব্র কথার লড়াইয়ের সময় তেহরানের রণনীতিকে আরও শক্তিশালী করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) এক্স-এ দেয়া পোস্টে প্রেসিডেন্ট পোস্টে বলেছেন, “আমাদের দেশের মহান নেতার ওপর যে কোনো হামলা ইরানি জাতির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য।”
পেজেশকিয়ান দেশটির অর্থনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দীর্ঘদিনের শত্রুতাকে দায়ী করেছেন। তিনি বলেন, “ইরানের জনগণ যদি জীবনে কষ্ট ও সমস্যার মুখোমুখি হয়, তার প্রধান কারণ হলো মার্কিন সরকারের দীর্ঘদিনের শত্রুতা ও নিষ্ঠুর নিষেধাজ্ঞা।”
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকারে খামেনিকে “অসুস্থ মানুষ” হিসেবে উল্লেখ করেছেন, ইরানকে “বাঁচার জন্য সবচেয়ে খারাপ জায়গা” হিসেবে বর্ণনা করেছেন এবং দেশটিতে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
অন্যদিকে, খামেনি গত শনিবার (১৭ জানুয়ারি) সাম্প্রতিক বিক্ষোভে ইরানে সৃষ্ট ক্ষতি ও হতাহতের জন্য ট্রাম্পকে দায়ী করেছেন।
গত মাসে তেহরানে অর্থনীতি সংকট ও রিয়ালের মূল্যহ্রাসের কারণে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় এবং পরে তা অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে থাকা প্রাক্তন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি জনগণকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানারে গত ৮ জানুয়ারি ইরানের বিক্ষোভ আরও তীব্র হয়।
এসি//