জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম অবশেষে শোকজ নোটিশের জবাব দিয়েছেন। যদিও তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে জবাব দেননি। পরে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন বলে বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে।
গেল ১৫ জানুয়ারি ক্রিকেটারদের নিয়ে দেয়া ‘বিতর্কিত’ মন্তব্যের কারণে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও তিনি তখন কোনো সাড়া দেননি। ওই সময় পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সারাদিন বিসিবির পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এমনকি সেদিন রাতে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, নোটিশ দেয়ার পরও নাজমুল ইসলামের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
এর আগে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। ওই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হলেও তখন তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। পরবর্তীতে ক্রিকেটারদের পারিশ্রমিক ও সাফল্য নিয়ে আরও কিছু মন্তব্য করলে বিতর্ক আরও ঘনীভূত হয়।
নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের হুমকি দেন, যার প্রভাব পড়ে বিপিএলেও। এক পর্যায়ে বিপিএলের একটি ম্যাচ মাঠে গড়ায়নি। ১৫ জানুয়ারি ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলামের পদত্যাগের দাবিও তোলা হয়, তবে তিনি তার বক্তব্য থেকে সরে দাঁড়াননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এরপর ক্রিকেটাররা পুনরায় মাঠে ফেরেন।
এদিকে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার একদিন পর নাজমুল ইসলাম শোকজ নোটিশের জবাব জমা দিলেও ওই চিঠিতে তিনি কী ব্যাখ্যা দিয়েছেন, তা এখনো প্রকাশ করা হয়নি। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি তার জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
এসএইচ//