আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে বেড়া বসাতে দিচ্ছেন না মমতা: মোদি

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ভূমি অধিগ্রহণে অসহযোগিতা করছে।

রোববার (১৮ জানুয়ারি) ২০০৬ সালের কৃষক আন্দোলনের স্মৃতিবিজড়িত সিঙ্গুরের এক বিশাল জনসভায় ভাষণে তিনি এই অভিযোগ করেন। 

এসময় মোদি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাংকের রাজনীতির স্বার্থে অনুপ্রবেশকারীদের অবাধে প্রবেশের সুযোগ করে দিতেই সীমান্ত সুরক্ষায় বাধা দিচ্ছেন। 

কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে বাস্তবায়ন করতে না দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সরকার। রাজনৈতিক লড়াই করতে গিয়ে মমতা পশ্চিমবঙ্গের  মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলছেন বলেও দাবি করেন তিনি।  

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন