আন্তর্জাতিক

‘শান্তি পর্ষদে’ যোগ দিতে ভারত ও পাকিস্তানকে ট্রাম্পের আমন্ত্রণ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকে গঠিত ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদে’ ভারত ও পাকিস্তানকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদ ‘গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকবে।

 ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে যোগ দিতে ভারত-পাকিস্তান,  জর্ডান, গ্রিস, সাইপ্রাস, কানাডা, তুরস্ক, মিসর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়াসহ বিশ্বের প্রায় ৬০টি দেশকে আমন্ত্রণ পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন