আন্তর্জাতিক

চাগোস হস্তান্তরে ব্রিটেনের সিদ্ধান্তকে ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করবে যুক্তরাজ্য। এই হস্তান্তর পরিকল্পনাকে ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৯ জানুয়ারি) ‘ট্রুথ সোশ্যাল’-পোস্টে ট্রাম্প আরো বলেছেন, ব্রিটেনের এই ‘বোকামি’ প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড কিনে নেয়া জরুরি।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তর চুক্তির ঘোষণা করেন। তখন একে ‘যুগান্তকারী অর্জন’ হিসেবে স্বাগত জানিয়েছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ট্রাম্প প্রশাসন। এখন সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ায় কূটনৈতিক সংকটে পড়েছেন স্টারমার।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন