গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প
গাজার যুদ্ধপরবর্তী শাসন ও পুনর্গঠন তদারকিতে গঠিত ‘বোর্ড অভ পিস’ বা শান্তি বোর্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানো হয়েছে।’
এই আমন্ত্রণের কথা স্বীকার করেছে ক্রেমলিন। ২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর কারণে পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাশিয়া।
উল্লেখ্য, এই বোর্ড অব পিসের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। এর সদস্য হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
এসএইচ//