বিএনপি

যারা তারেক রহমানকে চ্যালেঞ্জ করে, তারা বিএনপি করতে পারে না : হাবিব

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন,  যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাবে তাদের প্রত্যেককে সংগঠন বহিষ্কার করবে। যারা বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ করে, তারা কখনোই বিএনপি করতে পারেনা।

 বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে দিনব্যাপী নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।

হাবিবুর রহমান বলেন, দলের পক্ষে আসতে হবে, দলের পক্ষে কাজ করতে হবে। খালেদা জিয়ার কবরের মাটি এখনো শুকায়নি। তারেক রহমান এসেছেন, তার মায়ের সাথে একবেলা ভাত ও খেতে পারেনি। তার মাথায় হাত বুলিয়ে দিতে পারেনি। যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাবে তাদের প্রত্যেককে সংগঠন বহিষ্কার করবে।                                                                                                                                      

এর আগে সকাল থেকে দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন তিনিশহরের পোষ্ট অফিস মোড় থেকে ঈশ্বরদী বাজারের প্রতিটা দোকানে গিয়ে ভোট চান তিনি। এ সময় প্রত্যেকের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহসান হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী উপজেলা সাবেক আহ্বায়কসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল পরিমান নেতাকর্মী ও সমর্থকরা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন