জাতীয়

ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় ড্রোন রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় প্রথমবারের মতো ড্রোন, ডগ স্কোয়াড এবং বিএনসিসি ও গার্লস গাইডের সদস্যদের মোতায়েন করা হবে

বৃহস্পতিবার (২২ জানুয়ারি)  সিআইডি সদর দপ্তরে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন

উপদেষ্টা বলেন, অতীতের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ থাকলেও এবার বড় পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৫ জন অস্ত্রধারী সদস্য (২ জন পুলিশ ও ৩ জন আনসার) থাকবেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এসব কেন্দ্রে মোট ৬ জন অস্ত্রধারী সদস্য (৩ জন পুলিশ ও ৩ জন আনসার) নিয়োজিত থাকবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে লাঠিসহ ১০ জন আনসার সদস্য থাকবেন।

তিনি আরও বলেন,  নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে ব্যালট বাক্স ছিনতাই করা সম্ভব নয়আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হবেযা ভবিষ্যতের জন্য একটি রোল মডেল হয়ে থাকবে।

এ সময় নির্বাচন-পূর্ববর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মিথ্যাচার ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা সিআইডিকে সাইবার মনিটরিং জোরদার করার নির্দেশ দেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন