ধর্ম

আজ সরস্বতী পূজা

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় আজ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও ঘরে ঘরে আয়োজন করা হয়েছে পূজার অনুষ্ঠান।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী শুভ্র রাজহাঁসে চড়ে পৃথিবীতে আগমন করেন। এ দিন অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞান ও প্রজ্ঞার আলো প্রার্থনায় দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্তরা। পূজার অংশ হিসেবে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও শিশুদের হাতেখড়ির আয়োজন করা হয়।

শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে পূজা শুরু হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারও সরস্বতী পূজা ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে। জগন্নাথ হলের কেন্দ্রীয় পূজাসহ মোট ৭৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সরাসরি এসব আয়োজনে অংশ নিচ্ছেন। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুষ্পাঞ্জলি, এরপর প্রসাদ বিতরণ এবং অতিথি আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

জগন্নাথ হলের পুরো এলাকা সাজানো হয়েছে নানা রঙের মণ্ডপে। পুকুরপাড়ে, উপাসনালয়ে ও মাঠজুড়ে বিভিন্ন বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং প্রবেশপথে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে।

পাশাপাশি দর্শনার্থীদের জন্য শিশু-কিশোরদের বিনোদনের ব্যবস্থা, খেলনা ও খাবারের দোকানও রাখা হয়েছে, যাতে পূজার পাশাপাশি আনন্দের আমেজ উপভোগ করতে পারেন সবাই।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন