২০৩০ সালে রমজানে ঘটতে যাচ্ছে বিরল একটি ঘটনা
সাধারণত বছরে একবার পবিত্র রমজান পালনের সুযোগ এলেও এই নিয়মের এক চমকপ্রদ ব্যতিক্রম দেখা যাবে ২০৩০ সালে। চন্দ্র ও সৌর বর্ষপঞ্জির বিরল সামাঞ্জস্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা একই গ্রেগরিয়ান বছরে দুইবার পবিত্র রমজান মাস পালন করবেন। ওই বছর জানুয়ারিতে একবার রমজান শুরু হওয়ার পর ডিসেম্বরের শেষ দিকে আবারও রমজান মাসের সূচনা হবে।
জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামি পণ্ডিতদের মতে, এর মূল কারণ হলো ইসলামি চন্দ্র ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান সৌর ক্যালেন্ডারের মধ্যে সময়ের পার্থক্য। ইসলামি বর্ষপঞ্জি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১১ দিন ছোট হওয়ায় রমজান মাস প্রতিবছর ধীরে ধীরে এগিয়ে আসে।
ইসলামি বর্ষপঞ্জির হিসাবে, ১৪৫১ হিজরির রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৫ জানুয়ারি ২০৩০। এরপর ১৪৫২ হিজরির রমজান শুরু হবে ২৬ ডিসেম্বর। ফলে ১৪৫২ হিজরির রমজানের প্রথম ছয় দিনই পড়বে ২০৩০ সালের মধ্যেই।
গ্রেগরিয়ান বা খ্রিষ্টীয় বর্ষপঞ্জি সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের ওপর ভিত্তি করে তৈরি হলেও ইসলামি ক্যালেন্ডার নির্ভর করে চাঁদের আবর্তনচক্রের ওপর। একটি চন্দ্র বছর হয় প্রায় ৩৫৪ দিনের, যা সৌর বছরের তুলনায় প্রায় ১১ দিন কম। এই ব্যবধানের কারণেই ইসলামি মাসগুলো সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ঋতুতে ঘুরে ফিরে আসে।
এর আগে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান পালিত হয়েছিল ১৯৯৭ সালে। ২০৩০ সালের পর পরবর্তীবার এমন ঘটনা ঘটবে ২০৬৩ সালে।
এদিকে, চলতি বছরে সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে।
স্থানীয় জ্যোতির্বিদদের মতে, ১৮ জানুয়ারি শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে অনেক দেশে রজব মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। রজব মাসকে সাধারণত রমজানের প্রস্তুতির সময় হিসেবে বিবেচনা করা হয়।
এসএইচ//