বহুল প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ
আগামী মঙ্গলবার (২৬ জানুয়ারি) বহুল প্রতীক্ষিত ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে।
এই চুক্তির মাধ্যমে ভারতে ইউরোপীয় গাড়ি এবং মদ আমদানিতে শুল্ক অনেক কমবে। বিনিময়ে ভারতের তৈরি পোশাক, গয়না, ইলেকট্রনিক্স ও রাসায়নিক পণ্যের জন্য ইউরোপের বিশাল বাজার উন্মুক্ত হবে।
আগামী ২৫ থেকে ২৮ জানুয়ারি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ভারত সফর করবেন। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
এসএইচ//