৪৮ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৩৮১ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় গেল দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন বিভাগের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (২৪ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়—
ট্রাফিক-রমনা বিভাগ: ১টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি, ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৪১টি;
ট্রাফিক-লালবাগ বিভাগ: ৩টি বাস, ১১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি, ১২১টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি;
ট্রাফিক-মতিঝিল বিভাগ: ১৭টি বাস, ৫টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১০৮টি সিএনজি, ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪২৮টি;
ট্রাফিক-ওয়ারী বিভাগ: ২৬টি বাস, ৫৬টি ট্রাক, ৫১টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি, ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯টি;
ট্রাফিক-তেজগাঁও বিভাগ: ৭টি বাস, ৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি, ১৪১টি মোটরসাইকেলসহ মোট ৩০০টি;
ট্রাফিক-মিরপুর বিভাগ: ১৮টি বাস, ৫২টি ট্রাক, ৫৯টি কাভার্ডভ্যান, ১৮৯টি সিএনজি, ৮৭২টি মোটরসাইকেলসহ মোট ১,০২৬টি;
ট্রাফিক-উত্তরা বিভাগ: ৭টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি, ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩০৩টি;
ট্রাফিক-গুলশান বিভাগ: ১১টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি, ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৭১২টি গাড়ি ডাম্পিং এবং ২৩৩টি গাড়ি রেকার করা হয়েছে। গেল বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালায়।
এআর//