রাজধানী

৪৮ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৩৮১ মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গেল দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন বিভাগের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

শনিবার (২৪ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়—

ট্রাফিক-রমনা বিভাগ: ১টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি, ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৪১টি;

ট্রাফিক-লালবাগ বিভাগ: ৩টি বাস, ১১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি, ১২১টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি;

ট্রাফিক-মতিঝিল বিভাগ: ১৭টি বাস, ৫টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১০৮টি সিএনজি, ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪২৮টি;

ট্রাফিক-ওয়ারী বিভাগ: ২৬টি বাস, ৫৬টি ট্রাক, ৫১টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি, ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯টি;

ট্রাফিক-তেজগাঁও বিভাগ: ৭টি বাস, ৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি, ১৪১টি মোটরসাইকেলসহ মোট ৩০০টি;

ট্রাফিক-মিরপুর বিভাগ: ১৮টি বাস, ৫২টি ট্রাক, ৫৯টি কাভার্ডভ্যান, ১৮৯টি সিএনজি, ৮৭২টি মোটরসাইকেলসহ মোট ১,০২৬টি;

ট্রাফিক-উত্তরা বিভাগ: ৭টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি, ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩০৩টি;

ট্রাফিক-গুলশান বিভাগ: ১১টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি, ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৭১২টি গাড়ি ডাম্পিং এবং ২৩৩টি গাড়ি রেকার করা হয়েছে। গেল বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালায়।

 

এআর// 

এ সম্পর্কিত আরও পড়ুন