রাজধানী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গেল ২৪ ঘণ্টায় ৫৯ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

শনিবার (২৪ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে। 

এছাড়া, শুক্রবার দিনব্যাপি অভিযান চালিয়ে মুগদা থানা পুলিশ ১৫ জনকে, রূপনগর থানা ১২ জনকে, মতিঝিল থানা পাঁচজনকে, হাতিরঝিল থানা ১৫ জনকে গ্রেপ্তার।  

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন