সাধারণ মানুষ ও প্রেসিডেন্টের অন্যায় একই আইনে বিচার হবে: শফিকুর রহমান
সাধারণ নাগরিক হোক বা দেশের প্রেসিডেন্ট, কেউ অন্যায় করলে সবাইকে একই আইনের আওতায় আনার হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এটাই ন্যায়বিচারের প্রকৃত অর্থ, আর সেই ন্যায়বিচারই প্রতিষ্ঠা করতে চায় জামায়াত।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইনে বিচার হবে, প্রেসিডেন্ট অন্যায় করলেও তাকে সেই একই আইনের আওতায় আনতে হবে। এতে যদি গরম ভাতে বিলাই বেজার হয় তাতে কিছু আসে যায়না।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতি করবে না এবং দুর্নীতিকে প্রশ্রয়ও দেবে না। আল্লাহ যদি জনগণের ভালোবাসায় তাদের রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, তবে দেশের সব মানুষের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে।
সভায় তিনি আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপরাধ মানুষকে হয়রানি না করার আহ্বান জানান। বলেন, “কোনো নিরপরাধ ব্যক্তিকে আসামি বানালে তার দায় আপনাদেরই নিতে হবে। সেই দায় জামায়াতে ইসলামীর নয়।”
চাঁদাবাজির বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জামায়াত কখনো চাঁদা নেয় না। ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দেওয়া হবে।
ডা. শফিকুর রহমান নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানান, যাতে অন্য কেউ আচরণবিধি ভঙ্গ করতে না পারে।
এমএ//