দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
দেশের উত্তরাঞ্চলের উঁচু অঞ্চলগুলোতে শীতের হিমের প্রভাব এখনও চোখে পড়ার মতো। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা আজও প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। কিন্তু আকাশের মেঘের আড়ালে লুকানো একটি অপ্রত্যাশিত বার্তা এসেছে আবহাওয়া অধিদপ্তর থেকে—রংপুর বিভাগের আটটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া সাময়িকভাবে শুষ্ক থাকবে। তবে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে হালকা কুয়াশা বিরাজ করতে পারে। যদিও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস পাওয়া যাচ্ছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
অতএব, শীতের তীব্রতা কিছুটা কমলেও উত্তরাঞ্চলে আভাস মিলছে বর্ষার। বৃষ্টির সেই নরম স্পর্শ যেনো শীতের গা ছোঁয়া হিমকে সাময়িকভাবে ভেঙে দিচ্ছে, আগাম শুভেচ্ছার মতো।
এসি//