জাতীয়

নির্বাচনে মতামত দেওয়ার সুযোগ ভারতের নেই: রিজওয়ানা হাসান

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারত বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার সুযোগ রাখে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কেউ যদি ভোটের পরিবেশ বা পরিবেশগত ভারসাম্য নষ্ট করার চেষ্টা করে, সরকার তা প্রতিহত করতে প্রস্তুত।

বুধবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচন একটি দেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। সেখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত দেওয়ার সুযোগ রাখে না। তিনি বলেন, ‘বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু কে জিতবে বা না জিতবে—এমন মন্তব্য আগে থেকেই করা হলে সেটি বস্তুনিষ্ঠ মনে করার সুযোগ থাকে না।’

গণভোট প্রসঙ্গে তিনি জানান, উপদেষ্টারা দেশের ৬৪ জেলায় গিয়ে শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও ধর্মীয় নেতাদের গণভোটের উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেছেন। তবে এখন যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে, তাই আর মাঠে যাচ্ছেন না উপদেষ্টারা।

তিনি বলেন, জেলা প্রশাসকদের কাজ হলো জনগণকে জানানো যে ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটের সঙ্গে সঙ্গে জনগণ যেন গণভোটেও অংশ নিতে পারে—এই তথ্য জানানোই তাদের দায়িত্ব।

নির্বাচনী প্রচারে কিছু জায়গায় শালীনতা ও ভদ্রতার সীমা লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, সব রাজনৈতিক দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তখন সরকার ব্যবস্থা নেবে। তার আগে কে কার সভায় কী বলছে, সেটি সরকারের দায়িত্ব নয়।

ভোটের পরিবেশ নষ্ট হলে আওয়ামী লীগকে দায়ী করার বিষয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটের শিডিউল ঘোষণার দিনই বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, যার ভুক্তভোগী আমরাও কয়েকজন। ফলে পতিত স্বৈরাচারের কোনো শক্তি যদি ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, সরকার তা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে প্রস্তুতি আরও জোরদার করা হবে।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন