দেশজুড়ে

মা–বোনের নিরাপত্তা ও ভোটাধিকার রক্ষায় ঐক্য জরুরি: আসিফ মাহমুদ

মা–বোনের নিরাপত্তা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, একটি দলের নেতারা প্রকাশ্যে মা-বোনদের নিরাপত্তা হুমকির মুখে ফেলার ঘোষণা দিচ্ছেন। এ ধরনের হুমকি থেকে রক্ষা পেতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, যারা আমাদের মা-বোনদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে ১১ দলীয় জোট জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তিই এসব অপশক্তিকে রুখে দিতে সক্ষম।

তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করলে দেশের ঐক্যের ভিত আরও শক্ত হবে এবং জনপ্রতিনিধিরা জনগণের পক্ষে কাজ করার সুযোগ পাবেন। আমরা গতানুগতিক রাজনীতিবিদদের মতো নই, যারা বারবার প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি। আমরা অতীতেও আমাদের কথা রেখেছি, প্রয়োজনে রক্ত দিয়ে হলেও আমাদের কমিটমেন্ট রক্ষা করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

গণভোটের গুরুত্ব তুলে ধরে এনসিপি মুখপাত্র বলেন, এবারের নির্বাচনে সাধারণ ভোটের পাশাপাশি গণভোট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুযোগ এনে দিয়েছে। ভবিষ্যতে ভোটাধিকার নিশ্চিত করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেশের ক্ষমতায় আসতে না পারে, যারা মানুষের রক্তে হাত রাঙিয়েছে—সেই শক্তিকে চিরতরে রুখতেই গণভোটে ‘হ্যাঁ’ দরকার।’

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. আতাউল্লাহ, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাসিন হাসান, এনসিপির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী এবং জাতীয় যুব শক্তির সভাপতি ফরহাদ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন