দেশজুড়ে

মারা গেছে নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়া ৪ বছরের শিশু মুহাম্মদ মেজবাহ মারা গেছে। শিশুটিকে রাত সোয়া ৮টার দিকে গর্ত থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল মান্নান গণমাধ্যমকে জানান, শিশুটিকে রাত সোয়া ৮টার দিকে গর্ত থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইট ব্যবহার করে গর্তের ভেতরে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করছেন। 

উল্লেখ্য, এর আগে গেল বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে একটি গভীর নলকূপের গর্তে পড়ে প্রাণ হারায় দুই বছরের শিশু সাজিদ। টানা ৩২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন