টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশে
আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে চলমান বাছাইপর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয় পায় টাইগ্রেসরা। একই দিনে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ায় মূল পর্ব নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও।
বুধবার (২৮ জানুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৬৫ রান। নারী টি–টোয়েন্টিতে এটি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে থাইল্যান্ডের ইনিংস থামে ১২৬ রানে।
এর আগে গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়ার বিপক্ষে টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সুপার সিক্সে জায়গা করে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। সুপার সিক্সের প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে বাংলাদেশ।
নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়গুলোর পয়েন্ট সুপার সিক্সে যোগ হয়েছে। ফলে বাংলাদেশ এখন পর্যন্ত মোট পাঁচ ম্যাচের পয়েন্ট বিবেচনায় এগিয়ে রয়েছে।
এমএ//