বিশ্ব হারিয়েছে সর্বকালের সেরা একজন জিনিয়াসকে
বুধবার মারা গেছেন ডিয়েগো ম্যারাডোনা। তার মৃত্যুতে শোকাহত পুরো ফুটবল বিশ্ব। শোক প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ মহারাজের মতে ম্যারাডোনা ছিলেন ‘অতুলনীয় জাদুকর’।
টুইটারে ম্যারাডোনার সঙ্গে ছবি পোস্ট করেছেন সিআর সেভেন।
রোনালদো বলেন, ‘আজ একজন বন্ধুকে বিদায় জানাচ্ছি। বিশ্ব হারিয়েছে একজন জিনিয়াসকে। সর্বকালের অন্যতম সেরা। অতুলনীয় জাদুকর।’
ম্যারাডোনাকে নিয়ে জুভেন্টাস ফরোয়ার্ডের আরও বলেন, ‘তিনি আমাদের খুব কাছেই রয়েছেন। তার অবদান অপূরণীয়। শূন্যতা কখনই পূরণ হবে না। চির বিদায় কিংবদন্তি। আপনাকে ভোলা কখনই সম্ভব নয়।’
এদিকে ম্যারাডোনার মৃত্যুতে পেলে থেকে গ্যারি লিনেকারের মতো কিংবদন্তিরা শোক প্রকাশ করেছেন। হালের লিওনেল মেসি, নেইমার, সার্জিও অ্যাগুয়েরোসহ ফুটবলের সব বড় নামগুলো শোক জানিয়েছেন।
এস