নিউজিল্যান্ডে তিনমাস পর করোনায় একজনের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় নিউজিল্যান্ডে তিন মাসের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। শুক্রবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্য হয়েছে।
স্বাস্থ্য বিভাগের বরাতে নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, গেল মাসে দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ হানা দিলে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। অকল্যান্ডের মিডলমোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় দেশটিতে এই পর্যন্ত যারা মারা গেছেন তিনিই সবচেয়ে কনিষ্ঠ।
করোনায় আক্রান্ত হয়ে সব শেষ ২৩ মে নিউজিল্যান্ড থেকে মৃত্যুর সংবাদ এসেছিল। এনিয়ে দেশটিতে মোট ২৩ জনের মৃত্যু হলো।
ওয়ার্ল্ডো মিটার জানাচ্ছে, সব মিলিয়ে মোট ১ হাজার ৭৬৪ জন আক্রান্ত হয়েছে দেশটিতে। এই পর্যন্ত ১ হাজার ৬৩০ জন সুস্থ হয়েছে। চিকিৎসা নিচ্ছে ১১১ জন রোগী। গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ছয় জন।